রবিবার, ১১ মে ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক: বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১০৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘শাহ্ আবদুল করিম লোক উৎসব’।
আজ শুক্রবার সুনামগঞ্জের দিরাই উজানধল মাঠে দুই দিনব্যাপী লোক উৎসব শুর হচ্ছে।
শাহ আবদুল করিম পরিষদ ও সুনামগঞ্জের দিরাই ধল গ্রামবাসীর আয়োজনে দুই দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিভিন্ন স্থানের গুণীজনেরা। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করছে কোয়ালিটি আইসক্রিম।
উৎসবে অতিথি শিল্পি হিসেবে থাকবেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী সুষমা দাস, ফকির শাহাব উদ্দিন, কাজী শুভ, গামছা পলাশ, আশিক, সুলতানা ইয়াসমিন লায়লা, হাসান, শারমিন, শফিকুল ইসলাম, জুঁই সরকার, সরোয়ার শুভ।
গান গাইবেন বাউল আবদুর রহমান, রণেশ ঠাকুর, প্রাণকৃষ্ণ, সিরাজ উদ্দিন, পাগল কালা মিয়া, শামীম আহমেদ, বাউল বাবুল সরকার, সূর্যলাল দাস, হারুন মিয়া, সৌরভ সোহেল, বাউল দুখু মিয়া, বাউলিয়ানা ফয়সল, মৃনাল বাবু, বাঁধন মোদক উৎসবে বাউল সম্রাটের একমাত্র তনয় শাহ নূর জালাল সকলকে আমন্ত্রণ জানিয়েছেন। বিজ্ঞপ্তি