করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সম্মিলিত নাট্য পরিষদ গুণীজন সম্মাননা পাচ্ছেন হবিগঞ্জের সুব্রত

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: সম্মিলিত নাট্য পরিষদ সিলেট আয়োজিত মহান একুশের আলোকের নাট্য পদর্শনীর ১৫তম দিনে আজ (শনিবার) বিকেল ৫টায় কবি নজরুল অডিটোরিয়াম মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে নাট্যপরিষদ গুণীজন সম্মাননা অনুষ্ঠান।

এ বছর ১৯৮৮ সালে চৌহাট্টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রতিষ্ঠায় উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে বিশেষ অবদান রাখা বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম ইয়ামিন চৌধুরী (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীম (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শওকত আলী এবং নাটকে বিশেষ অবদানের জন্য হবিগঞ্জের নাট্যজন এডভোকেট সুব্রত চক্রবর্তীকে নাট্যপরিষদ সম্মাননা জানানো হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ভাষা সৈনিক ও সাবেক মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এমপি।

এর আগে মহান একুশের আলোকে পহেলা ফেব্রুয়ারি সিলেটে ১৭দিন ব্যাপী এই নাট্য প্রদর্শনী শুরু হয়। এতে অংশ নিচ্ছে সিলেটের ১৬টি নাট্যদল। সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আয়োজনে ১৭ দিনব্যাপী নাট্য প্রদর্শনীতে সহযোগিতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, সিলেট সিটি কর্পোরেশন ও জেলা পরিষদ, সিলেট।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ