করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০

দিদার এলাহী সাজু, হবিগঞ্জ:

হবিগঞ্জে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা, হয়রানি, হুমকি ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে জেলা শহরে কর্মরত ও জেলার বিভিন্ন স্থান থেকে শতাধিক সাংবাদিক অংশগ্রহন করেন।
জেলা সাংবাদিক ফোরামের সভাপতি এমদাদুল ইসলাম সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রাসেল চৌধুরী, জেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি রফিকুল ইসলাম তুহিন, সাবেক সভাপতি শাকিল চৌধুরী, যমুনা টিভির হবিগঞ্জ প্রতিনিধি প্রদীপ দাশ সাগর, জেলা সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, সাবেক সিনিয়র সহ-সভাপতি দিদার এলাহী সাজু ও সংগঠনের বর্তমান সাংগঠনিক সম্পাদক জাকারিয়া চৌধুরী প্রমূখ।

মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, মাত্র এক সপ্তাহের ব্যবধানে জেলায় কর্মরত ৪ জন সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। প্রতিনিয়তই সাংবাদিকরা হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন। একের পর এক দায়ের করা হচ্ছে মিথ্যা মামলা। অথচ এ বিষয়ে প্রশাসন পালন করছে নিরব ভূমিকা। নেতৃবৃন্দ অবিলম্বে সন্ত্রাসিদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় প্রশাসনের সংবাদ বর্জন করে সাংবাদিকরা রাজপথে নামতে বাধ্য হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।

« পূর্ববর্তী সংবাদ

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ