রবিবার, ১১ মে ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন
শিব্বির আহমদ আরজু, বানিয়াচং (হবিগঞ্জ): ব্যাপক উৎসাহ-উদ্দিপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বানিয়াচং প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথরের দেশে বার্ষিক আনন্দ ভ্রমণ উদযাপন করা হয়।
শনিবার ভোররাত ৫টা থেকেই একে অপরকে ফোন দিয়ে নিদ্রা থেকে জাগানোর কাজ শুরু হয়। সকাল ৭টার মধ্যে যেভাবেই হোক বড় বাজার এবং গ্যানিংগঞ্জ বাজারে বাধ্যতামূলক উপস্থিত হতে হবে সবাইকে তা আগ থেকেই সতর্ক বার্তা জারি করেন ক্লাবের সেক্রেটারি । যেই ভাবা সেই কাজ।
দু’টি নোহা গাড়ির মাধ্যমে প্রেসক্লাবের ১৬জন সদস্য যাত্রা করেন ভোলাগঞ্জের উদ্দেশ্যে। প্রেসক্লাব সভাপতি হেমায়েত আলী খান জাতু ও সেক্রেটারি খলিলুর রহমান খলিলের নেতৃত্বে সকাল ৯টায় সিলেটের “ভোজন বাড়ি রেস্টুরেন্টে” সকালের নাস্তা করা হয়।
শুরু হয় গন্তব্যের পথে অবিরাম ছুটে চলা। দুপুর ১২টায় ভোলাগঞ্জে উপস্থিত। দু’টি নৌকা করে প্রায় ২ কি:মি: অতিক্রম করে স্বচ্ছ পানি এবং সাদা পাথরের সাথে খেলা করতে যার যার মতো করে ডুব দেন সবাই। এভাবে চলে দু’ ঘন্টা।
একদিকে মেঘালয়ের পাহাড়, অন্যদিকে সাদা পাথরের দৃশ্য অবলোকনে এক অন্যরক পরিবেশ সৃষ্টি হয়। দীর্ঘদিনের জমে থাকা হৃদয়ের ক্লেদ ও ক্লান্তি মুহূর্তেই উবে যায়। চোখ ধাধানো দিগন্ত বিস্তৃতিতে আত্মমগ্ন হয়ে একে অপর জলখেলায় মাতোয়ারা হয়ে উঠেন। এরই মাঝে প্রেসক্লাব সভাপতি হেমায়েত আলী খান জাতু পানিতে নামার পর পিচ্ছিল পাথরে পড়ে রক্তাক্ত জখম হন। এর পর সবাই একে একে গোছল সেরে পাড়ে উঠতে থাকেন।
সবাই যার যার মতো করে কাপড় পরিধান করে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আমেরিকান প্রবাসী তোফায়েল রেজা সোহেল এর ৩৯তম জন্মদিন পালন করেন। বিকাল ৪টায় আবারো ভোজন বাড়ি রেস্টুরেন্টে এসে মধ্যান্থভোজ করা হয়। প্রত্যেকের চাহিদানুযায়ি খাবার সরবরাহ করা হয়।
বার্ষিক আনন্দ ভ্রমণে অংশ গ্রহণ করেন, দৈনিক মানবজমিন এর প্রতিনিধি মখলিছ মিয়া, যুগভেরীর আব্দুল হক মামুন, আমাদের অর্থনীতির শিব্বির আহমদ আরজু,ভোরের কাগজের জীবন আহমেদ লিটন, দৈনিক সমকাল এর রায়হান উদ্দিন সুমন, সময়ের আলোর আশিকুল ইসলাম, ফ্রিল্যান্স সাংবাদিক দেওয়ান শুয়েব রাজা, বাংলাদেশ টুডের আতাউর রহমান মিলন, সিলেট ভিউ এর জসিম উদ্দিন, ডেসটিনির আব্দাল মিয়া, বাংলা টিভির আল আমিন খান, সাংবাদিক দেলোয়ার হোসেন, তানজিল আহমেদ সাগর ও এনটিভির আলহাদী প্রমুখ।