রবিবার, ১১ মে ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে পানিতে ডুবে দাদা নাতির রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার জগদল ইউনিয়নের কাউয়াজুড়ি গ্রামে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে প্রথমে মিটু মিয়ার ছেলে নাতি রায়হান মিয়ার (৭) লাশ ও ১১টার দিকে দাদা কাপ্তান মিয়ার (৫৮) লাশ হাওরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
গ্রামবাসীর সুত্রে জানা গেছে- শনিবার দুপুরে বাড়ির পাশে হাওরে বৌগলা ডুবি নামক স্থানে মাছ শিকারে যান দাদা ও নাতি। দিন পেড়িয়ে সন্ধ্যার দিকেও তারা বাড়িতে না ফিরলে, স্বজনরা তাদের খোঁজ নিতে বের হন। অনেক খোঁজা খুঁজির পরও তাদের কোন সন্ধ্যান পাওয়া যায়নি।
পরদিন রোববার হাওরে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ সম্পর্কে এখনো পর্যন্ত কোন নিশ্চিত ধারণা পাওয়া যায়নি