রবিবার, ১১ মে ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযুদ্ধ চত্তর এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিক্সা যাত্রী আবুল কালাম আজাদ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ টাঙ্গাইল জেলার মীর্জাপুর উপজেলার দিন্তী গ্রামের মৃত আব্দল ছালামের ছেলে।
মাধবপুর থানার টহল পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান- রবিবার দুপুরে নিহত আবুল কালাম সিএনজি চালিত অটোরিক্সাযোগে মাধবপুর আসার পথে উল্লেখিত স্থানে দুঘটনায় আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।