শনিবার, ১০ মে ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : ‘মা দিবসে’ মাকে বৃদ্ধাশ্রমে না দেওয়ার শপথ নিলো শিক্ষার্থীরা।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শপথ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম।
রোববার সকালে ‘মা দিবসে’ উপজেলা আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ শাহীন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রেসক্লাব সেক্রেটারি মোহা. অলিদ মিয়া প্রমুখ।