করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

এসএসসি পরীক্ষা পেছালো

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০

করাঙ্গীনিউজ ডেস্ক: ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়েছে। পূর্ব নির্ধারিত সময় ১ ফেব্রুয়ারির (শনিবার) পরিবর্তে ৩ ফেব্রুয়ারি (সোমবার) থেকে পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৬ লাখ ৮১ হাজার ৬৮৮ জন শিক্ষার্থী অংশ নেবে। মাধ্যমিকে মাত্র দু’বছরে ঝরে পড়েছে তিন লাখ ৯২ হাজার ৩শ’ শিক্ষার্থী। এসএসসি ও সমমানের পরীক্ষা দেয়ার লক্ষ্যে দু’বছর আগে নবম শ্রেণিতে ১১টি শিক্ষা বোর্ডে রেজিস্ট্রেশন করেছিল মোট ২০ লাখ ৭৩ হাজার ৯৮৮ জন।

এতে গত বছর ফেল করা এবং ফল উন্নয়ন প্রার্থীসহ মোট ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন অংশ নিচ্ছে। এতে ফেল করা প্রার্থী তিন লাখ ৬১ হাজার ৩২৫ এবং ফল উন্নয়ন প্রার্থী ৪ হাজার ৭৬৬ জন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ