রবিবার, ১১ মে ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৮ জন, সংরক্ষিত মহিলা সদস্যপদে ১২৯ জন ও সাধারণ সদস্যপদে ৪৫৭ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
চেয়ারম্যান প্রার্থীরা হলেন :
ধর্মঘর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির সামসুল ইসলাম কামাল, আওয়ামী লীগের ফারুক আহম্মেদ, স্বতন্ত্র মোশারফ হোসেন ও আবু তাহের।
চৌমুহনী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মাহবুবুর রহমান সোহাগ, আওয়ামী লীগের মো. আপন মিয়া, স্বতন্ত্র আনোয়ার হোসেন বেলাল। সাম্যবাদী দলের সৈয়দ শাহেরুল ইসলাম ।
বহরা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মো. আলাউদ্দিন, বিএনপির আবু হোসাইন রাশেল (শাহীন), স্বতন্ত্র আরিফুর রহমান আরিফ, আবু মো. শাহিন আলম।
আদাঐর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মীর খুরশেদ আলম, আওয়ামী লীগের মো. ফারুক পাঠান, স্বতন্ত্র জহিরুল ইসলাম ও আব্দুল কাইয়ুম খান।
আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আলহাজ আতিকুর রহমান, বিএনপির হাজী অলিউল্লাহ, স্বতন্ত্র মিজানুর রহমান, জাপার কাউসার আহম্মেদ।
শাহজাহানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির পারভেজ হোসেন চৌধুরী, আওয়ামী লীগের আব্দুর রাজ্জাক, স্বতন্ত্র বাবুল হোসেন খান ও তৌফিকুল আলম চৌধুরী, জাপার জাহাঙ্গীর হোসেন।
জগদীশপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সফিকুল ইসলাম, বিএনপির আজিজুর রহমান বাচ্চু ও স্বতন্ত্র মুর্শেদ কামাল।
বুল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির শামছুল ইসলাম মামুন, আওয়ামী লীগের মো. বশির মিয়া, স্বতন্ত্র মিজানুর রহমান, আলমগীর কবির, আবদুর রহিম দুলাল।
নোয়াপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির আদম খাঁ, আওয়ামী লীগের শেখ মোজাহিদ বিন ইসলাম, স্বতন্ত্র সৈয়দ আবু নাসিম মো. আলমগীর, তার স্ত্রী দেওয়ান সালমা বেগম, ভাই সৈয়দ মো. শামিম, মো. জজ মিয়া, আবদুল আউয়াল শাহ ও মোজাম্মেল হোসেন।
ছাতিয়াইন ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ, আওয়ামী লীগের খাইরুল হোসাইন মনু ও স্বতন্ত্র আব্দুস সহিদ।
বাঘাসুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আলাউদ্দিন তালুকদার বেনু, বিএনপির মো. সহিদ মিয়া, স্বতন্ত্র সাহাবউদ্দিন ও আশিকুল ইসলাম।
অপরদিকে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর নয়াপাড়া ইউনিয়নের এক সাধারণ সদস্যের বয়সজনিত কারণে প্রার্থিতা বাতিল করা হয়েছে।
১০ই মে মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৩ই মে প্রতীক বরাদ্দ এবং ২৮শে মে নির্বাচন অনুষ্ঠিত হবে।