রবিবার, ১১ মে ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জে গলায় ফাস দেয়া এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে চলছে গুঞ্জন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পৌর এলাকার পুকুরপাড় গ্রামের অমিয় কুরির কন্যা সোনামতি শুক্রবার সকালে নিজ ঘরের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ গ্রামের লোকজন দেখতে পায়। পরে গ্রামের লোকজন তার লাশ নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষনা করেন।
পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। অপর একটি সূত্রে জানা গেছে নিহত সোনমনি মানষিক ভারসাম্যহীন ছিল।