রবিবার, ১১ মে ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার স্বজনগ্রামে বজ্রপাতে একই পরিবারের মহিলাসহ ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার সকালে উপজেলায় প্রবল ঝড় ও বজ্রপাত হয়।
এ সময় ওই গ্রামের সাজু মিয়ার রান্না ঘরে বজ্রপাত পড়লে সাজু মিয়া (৩০), রাজিয়া (৬০), লাকী আক্তার (৩০) ও বেদানা (৩৭) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদের মাঝে রাজিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।