করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

পবিত্র ওমরাহ হজ পালনে যাচ্ছেন চিত্রনায়িকা পূর্ণিমা

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯

 

বিনোদন ডেস্ক : পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাচ্ছেন চিত্রনায়িকা পূর্ণিমা। সোমবার (৩০ ডিসেম্বর) তিনি মক্কার উদ্দেশে ঢাকা ছাড়ছেন।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে পূর্ণিমা জানান, প্রথমবারের মতো হজ পালনের উদ্দেশে মক্কা যাচ্ছেন তিনি। সোমবার বিকেলের ফ্লাইটে ঢাকা ছাড়বেন।

সবার কাছে দোয়া চেয়ে পূর্ণিমা বলেন, যেন সহি সালামতে হজ পালন করে আবার ফিরে আসতে পারি।

পূর্ণিমা বলেন, এর আগে অনেকবার যাব যাব করেও হয়ে ওঠেনি। এবার সময় বের করেছি। ওমরা পালনের জন্য আট-নয় দিন মক্কা ও মদিনায় থাকবো।

পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরে আবার চলচ্চিত্রে কাজ শুরু করবেন বলে জানান পূর্ণিমা।

তিনি বলেন, ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ নামে দুটি চলচ্চিত্রের সামান্য কাজ বাকি আছে। ওমরাহ থেকে ফিরে বাকি কাজ শেষ করবো। কারণ অভিনয় আমার পেশা। এটা ছাড়া সম্ভব না।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ