রবিবার, ১১ মে ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের ৩টি উপজেলায় ৩০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ১৭১ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
এছাড়া মাধবপুর ও লাখাই উপজেলায় কারও মনোনয়ন বাতিল হয়নি।
এ ৩টি উপজেলায় ৩০টি ইউনিয়নে মোট ১৭২ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন।
এদিকে, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী চেরাগ আলী ব্যাংক স্টেটমেন্ট ও ফরমে স্বাক্ষর না করায় তার মনোনয়ন বাতিল করা হয়।