করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাহুবলে রোলার চাপায় দুই মোটরসাইকেল আরোহি নিহত

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের রাজসুরত নামক স্থানে রোলার মেশিনের চাকায় ধাক্কা লেগে ঔষুধ কোম্পানীর দুই মোটরসাইকেল আরোহি নিহত হয়েছেন।

নিহতরা হলেন সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার কুলবাড়িয়া গ্রামের মজনু মিয়ার ছেলে এরোস্টোফার্মা লি: মেডিক্যাল অফিসার আব্দুল মমিন (৩৫) ও হামদর্দ ল্যাবরেটরিজ লি: প্রতিনিধি মোশারফ হোসেন (৩৪)।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের দ্বিগাম্বর বাজার এলাকার রাজসুরত নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, বিকেলে বাহুবল থেকে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে পানিউমদা বাজারে যাওয়ার পথে রাজসুরত নামকস্থানে পৌছলে মহাসড়কে ট্রাকের চাপা থেকে বাঁচতে গিয়ে রাস্তার মেরামতের কাজে ব্যবহৃত মহাসড়কে রাখা রোলার মেশিনের চাকার সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মোশারফ হোসেন ও বাহুবল হাসপাতাল নেওয়ার পথে আব্দুল মমিন মৃত্যুর কোলে ঢলে পড়ে।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মনির বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ