করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

গোয়াইনঘাটে তিন যুবক আটক

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট সীমান্তে নিষিদ্ধ এলাকা (নোম্যান্স ল্যান্ড) থেকে পাথর উত্তোলনের সময় তিন যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার  ভোরে তাদের বিছানাকান্দি সীমান্ত ফাঁড়ি বিজিবি সদস্যরা আটক করে।

আটকরা হলেন- উপজেলার মুসলিমপাড়া বগাইয়া এলাকার আবু তাহেরের ছেলে মো. মামুনুর রশিদ (২৭), মৃত মফিজ আলীর ছেলে আব্দুস শুকুর আলী (২৩), মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. কামাল হোসেন (২৯)।

বিছানাকান্দি সীমান্ত ফাঁড়ি বিজিবি’র টহল কমান্ডার হাবিলদার আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে সীমান্তের ১২৬৩ মেইন পিলারের ৫নং সাব পিলারের ১শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে নোম্যান্স ল্যান্ড থেকে পাথর উত্তোলনকালে তিনটি নৌকাসহ তাদের আটক করা হয়েছে।

আটকদের গোয়াইনঘাট থানায়  হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ