করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বানিয়াচংয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে সালিশ বৈঠকে সংঘর্ষে আহত দেওয়ান আলী মারা গেছেন।

বুধবার (৪ মে) ভোররাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দেওয়ান আলী একই গ্রামের দারোগা আলীর ছেলে।

সোমবার রাতে উপজেলার প্রত্যন্ত অঞ্চল ইকরাম গ্রামে এক সালিশ বৈঠকে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। সংঘর্ষে গুরুতর আহত দেওয়ান আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, ৪ সন্তানের এক গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে সোমবার রাতে গ্রামে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সভাপতি চান মিয়া সিকদার রায় দেন নজরুল ইসলামকে জুতার মালা গলায় দিয়ে ক্ষমা প্রার্থনার। এ রায় মেনে নেয়নি নজরুলের পক্ষের লোকেরা। এ সময় নজরুল ও গৃহবধূর পক্ষের লোকেরা কথা কাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘাতে লিপ্ত হয়। খরব পেয়ে সুজাতপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ