রবিবার, ১১ মে ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন
তোফায়েল আহমেদ মনির, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ): হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসীল ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টায় প্রেসক্লাব মিলনায়তনে তফসীল ঘোষণা করেন ২০২০-২১ সেশনের প্রধান নির্বাচন কর্মকর্তা হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি আ স ম আফজল আলী, সহ সভাপতি নওরোজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতনসহ ক্লাবের সদস্যবৃন্দ।
তফসীল ঘোষণার সাথে সাথে চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হয়েছে।
তফসীল ঘোষণা অনুযায়ী ২৭ ডিসেম্বর ভোটগ্রহণ, ২০ ডিসেম্বর মনোনয়ন ক্রয়, ২১ ডিসেম্বর মনোনয়ন দাখিল, ২২ ডিসেম্বর প্রত্যাহার।
এর আগে গত ৪ ডিসেম্বর কার্যনির্বাহী পরিষদের সভায় তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। সহকারি নির্বাচন কর্মকর্তা চুনারুঘাট রিপোটার্স ইউনিটের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলী হায়দার সেলিম।