রবিবার, ১১ মে ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার কররা নামক স্থানে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আলী হোসেন নিহত হয়েছেন।
বুধবার (৪ মে) সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন উপজেলার ছাতিয়াইন ইউনিয়ন সাকু সাইল গ্রামের ইমাম হোসেনের ছেলে।
জানা যায়, আলী হোসেন ওইদিন সকালে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে নয়াপাড়া একটি কটন মিলে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান চাপা দিলে আলী হোসেন গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।