শনিবার, ১০ মে ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি,সিলেট : সিলেট সদর উপজেলার ৭ ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যসহ মোট ৯৭ জন শপথ নিলেন।
বুধবার সকালে সিলেট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নব-নির্বাচিতরা এ শপথ নেন। তবে সদর উপজেলার ৮টি ইউনিয়ন হলেও টুকেরবাজার ইউনিয়নের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়নি। এ ইউনিয়নের একটি কেন্দ্র স্থগিত থাকায় গেজেট না আসায় শপথ হয়নি বলে জানান সংশ্লিষ্টরা।
৭ ইউনিয়নের চেয়ারম্যানরা হলেন-১ নং জালালাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনফর আলী, ২ নং হাটখোলা ইউনিয়নে বিএনপি প্রার্থী আজির উদ্দিন, ৩ নং খাদিমনগর ইউনিয়নে সতন্ত্র প্রার্থী দিলোয়ার হোসেন, ৪ নং খাদিমপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট আফছর আহমদ, ৫ নং টুলটিকর ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আলী হোসেন, ৭ নং কান্দিগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী নিজাম উদ্দিন এবং ৮ নং মোগলগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী হিরণ মিয়া।
চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন। সংরক্ষিত ও সাধারণ সদস্যদের শপথ পাঠ করান সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান। এসময় সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।