করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

৭ ইউনিয়নের নব-নির্বাচিতরা শপথ নিলেন

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ৪ মে, ২০১৬

নিজস্ব প্রতিনিধি,সিলেট : সিলেট সদর উপজেলার ৭ ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যসহ মোট ৯৭ জন শপথ নিলেন।

বুধবার সকালে সিলেট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নব-নির্বাচিতরা এ শপথ নেন।  তবে সদর উপজেলার ৮টি  ইউনিয়ন হলেও টুকেরবাজার ইউনিয়নের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়নি। এ ইউনিয়নের একটি কেন্দ্র স্থগিত থাকায় গেজেট না আসায় শপথ হয়নি বলে জানান সংশ্লিষ্টরা।

৭ ইউনিয়নের চেয়ারম্যানরা হলেন-১ নং জালালাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনফর আলী, ২ নং হাটখোলা ইউনিয়নে বিএনপি প্রার্থী আজির উদ্দিন, ৩ নং খাদিমনগর ইউনিয়নে সতন্ত্র প্রার্থী দিলোয়ার হোসেন, ৪ নং খাদিমপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট আফছর আহমদ, ৫ নং টুলটিকর ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আলী হোসেন, ৭ নং কান্দিগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী নিজাম উদ্দিন এবং ৮ নং মোগলগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী হিরণ মিয়া।

চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন। সংরক্ষিত ও সাধারণ সদস্যদের শপথ পাঠ করান সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান। এসময় সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ