করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

উজ্বল স্যারের শেষ কর্মদিবস ছিল আজ

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক উজ্জ্বল কুমার ভট্টাচার্য্য স্যারের কর্মজীবনের শেষ দিন ছিল আজ।

আজ মঙ্গলবার (০৩ ডিসেম্বর) ৬০ বছর পূর্ণ হওয়ার সরকারি বিধি মোতাবেক অবসরে চলে যান তিনি।

এ নিয়ে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জামাল আহমেদ তার আইডিতে একটি আবেগঘন স্ট্যাটাশ দেন। তার  এই স্ট্যাটাশকে শেযার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানও একটি স্ট্যাটাশ দিয়ে স্যারের বিদায় জানান।

করাঙ্গীনিউজ এর গ্রহকদের জন্য তাদের স্ট্যাটাশটি হুবহু তুলে ধরা হল-

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক Jamal Ahmed লিখেন    আজ ছিল মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব উজ্জ্বল কুমার ভট্টাচার্য্য স্যারের কর্মজীবনের শেষ দিন।৬০ বছর পূর্ণ হওয়ার সরকারি বিধি মোতাবেক অবসরে চলে যান। স্কুলে উপস্থিত হয়ে দেখি তিনি প্রধান শিক্ষক মহোদয়ের কক্ষে বসে আছেন। হাজিরা খাতায় স্বাক্ষর করছেন না।বললেন জীবনের শেষ স্বাক্ষর আপনাদের সামনে করি। আমার সামনে শেষ স্বাক্ষর দিতেই মনে হল একজন অভিভাবক হারাতে চলছি। বিদায় জানাতে এস,এম,সি সভাপতি জনাব এবিএম মাহমুদুল হোসেন সহ অন্যান্য সদস্যগণ উপস্থিত হন। প্রার্থনা করি দীর্ঘজীবী হোন, সুস্থ দেহে বেঁচে থাকুন। জীবনের অবসর সময় যেন আনন্দদায়ক হয়।             

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক Habibur Rahman লিখেন, আনুষ্ঠানিক ভাবে শেষ না হলেও অফিসিয়ালি আজই ছিলো উনার কর্মজীবনের শেষ দিন। আটত্রিশটি বছর ছিলেন মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের অন্যতম দিকপাল। একই স্কুলের ছাত্র এবং শিক্ষক হওয়ার গৌরবের অধিকারীদের তিনি একজন। নিজের দক্ষতা ও যোগ্যতায় “ব্যবসায় শিক্ষা” বিভাগকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। কর্ম জীবনের শেষদিনে জনাব উজ্জ্বল কুমার ভট্টাচার্য স্যারের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা….

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ