রবিবার, ১১ মে ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের ১ম বর্ষ ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের আগামী ১৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত এ পরীক্ষাগুলো আগামী ২ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১২ জানুয়ারি পর্যন্ত।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১৭ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের (পুরাতন সিলেবাস) আগামী ১৮ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠেয় পরীক্ষাও স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত এসব পরীক্ষা আগামী বছরের ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।
উভয় পরীক্ষাই প্রতিদিন দুপুর ১টা থেকে শুরু হবে এবং পরীক্ষার অন্যান্য সূচি অপরিবর্তিত থাকবে। এ সংক্রান্ত বিস্তারিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd এবং www.nu.ac.bd/degree থেকে জানা যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।