শনিবার, ১০ মে ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন এলাকা থেকে পলিথিনের ব্যাগে মোড়ানো এক নবজাতকের (ছেলে) লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে উপজেলার তেঁতুলতলা ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে ব্রিজের নিচে পলিথিন ব্যাগে মোড়ানো ওই নবজাতকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কমর্কতা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।