শনিবার, ১০ মে ২০২৫, ০৮:২১ অপরাহ্ন
পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার) : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৮ মে অনুষ্টিত হবে।
২ ও ৩ মে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৯ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৪০ জন প্রার্থী মনোনয়ন রিটানিং অফিসারের নিকট দাখিল করেছেন।
১ নং রহিমপুর ইউনিয়ন থেকে মো: ইফতেখার আহমেদ বদরুল (আওয়ামীলীগ) ও সাজিম আহমেদ তরফদার ( বিএনপি)।
২ নং পতনঊষার থেকে মো: তওফিক আহমদ বাবু (আওয়ামীলীগ), অলি আহমদ খান ( বিএনপি), জরিফ হোসেন জাহিদ ( জাপা), মাহমুদুর রহমান বাদশা ( স্বতন্ত্র), বদরুজ্জামান চৌধুরী ( স্বতন্ত্র) শেখ আসাদুজ্জামান চৌধুরী ( স্বতন্ত্র) ও আজিজ চৌধুরী।
৩ নং মুন্সীবাজার থেকে আব্দুল মোতালিব তরফদার ( আওয়ামীলীগ), মো: শফিকুর রহমান চৌধুরী ( বিএনপি), মো: রফিকল হক (স্বতন্ত্র) ও মাজেদা কোরেশী ( স্বতন্ত্র)।
৪ নং শমশেরনগর থেকে মো: জুয়েল আহমদ ( আওয়ামীলীগ), মো: আব্দুল মোহিত (বিএনপি), মো: আব্দুল গফুর ( স্বতন্ত্র), মো: এনামুল হক শামীম ( স্বতন্ত্র), মো: আহমদুর রহমান ( স্বতন্ত্র) ও মারুফ আহমদ ( স্বতন্ত্র)।
৫ নং কমলগঞ্জ থেকে আব্দুল হান্নান ( আওয়ামীলীগ), গোলাম কিবরিয়া শফি ( বিএনপি), মো: আব্দুল আজিজ ( জাপা) , সফিকুল ইসলাম সফি ( স্বতন্ত্র) ও রহিম হোসেন ( স্বতন্ত্র)।
৬ নং আলীনগর থেকে ফজলুল হক বাদশা ( আওয়ামীলীগ), আব্দুল আহাদ ( বিএনপি), আব্দুস সালাম ( জাপা) ও মো: শাহীন মিয়া ( স্বতন্ত্র)।
৭ নং আদমপুর থেকে সাব্বির আহমদ ভূঁইয়া ( আওয়ামীলীগ), আব্দাল হোসেন (বিএনপি), মো : হাজির বক্স ( স্বতন্ত্র), আনোয়ার হোসেন বাবু ( স্বতন্ত্র) ও মো: আব্দুল হাই ( স্বতন্ত্র)।
৮ ম মাধবপুর থেকে আসিদ আলী ( আওয়ামীলীগ), এম এম হারুনুর রশীদ ( বিএনপি), পুষ্প কুমার কানু ( স্বতন্ত্র) ও কমলা বাবু সিংহ ( স্বতন্ত্র)।
৯ নং ইসলামপুর থেকে সুলেমান মিয়া ( আওয়ামীলীগ), সুন্দর আলী ( বিএনপি) ও মো: আব্দুল হান্নান।