শনিবার, ১০ মে ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিনধি, সুনামগঞ্জ: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ডোবার পানিতে পড়ে আপন ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (০১ মে) বিকেল ৫টার দিকে উপজেলার দামোদর তপি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো, ওই গ্রামের মুজিবুর রহমানের মেয়ে হালিমা বেগম (৮) ও ছেলে সাজেদ আলী (৬) এবং পাশের মাহমদপুর গ্রামের জাহির আলীর ছেলে সাজেদ মিয়া (১০)।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন জানান, দুই গ্রামের মাঝামাঝি একটি ডোবার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, গ্রামের মধ্যে একটি জায়গার মাটি কেটে নেওয়ায় ডোবা তৈরি হয়। বিকেলে গ্রামের শিশুরা ওই ডোবার পাশে খেলতে যায়।
তাদের ধারণা খেলাধুলার একপর্যায়ে একটি শিশু ডোবার পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে অপর দুই শিশুও ডোবায় পড়ে যায়। এতে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।