• Youtube
  • English Version
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:৩৪ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বানিয়াচঙ্গে হুমকির অভিযোগে যুবক আটক

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ১১ নভেম্বর, ২০১৯

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং হিন্দু, বৌদ্ধ, খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি ও আইডিয়েল কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাশের বাড়িতে অস্ত্র-শস্ত্র নিয়ে পরিবারের সদস্যদের ভয়- ভীতি প্রদর্শনের অভিযোগে গৌরব পাল (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুর ১২টায় অভিযুক্তকে আটক করা হয়েছে। আটককৃত গৌরব পাল বানেশ্বর বিশ্বাসের পাড়ার মৃত দিলীপ পালের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, বানেশ্বর বিশ্বাসের পাড়া মহল্লায় অধ্যক্ষ স্বপন কুমার দাশের বাড়ির আঙ্গিণায় রবিবার দিবাগত রাত ৪ টায় পায়চারী করছিল গৌরব পাল। এ সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন রনজয় দাশ বাপ্পাী। এখানে কি জিজ্ঞাসা করলে সে দৌড়ে পালিয়ে যায়।

সকালে তার মায়ের কাছে বিচার প্রার্থী হলে ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে বাড়িতে গিয়ে হুমকি প্রদর্শন করে গৌরব পাল গংরা। তা ছাড়া প্রায়-ই সে নেশাগ্রস্থ হয়ে বাড়িতে উঠে মাতলামি করতো। তার বিরুদ্ধে স্কুল-কলেজ ছাত্রীদের ইভটিজিং ও মাদক সেবনের অভিযোগও রয়েছে।

অভিযোগের ভিত্তিতে দুপুরে গৌরব পালকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এতে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার সামন্ত আটকের কথা স্বীকার করেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ