• Youtube
  • English Version
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজারে তীব্র যানজট:ভোগান্তি চরমে

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি:  যানজটের অপরনাম হচ্ছে বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার। এ বাজারে নিত্যদিনের ঘটনা হচ্ছে যানজট। যানজটের কারণে সাধারণ মানুষরা নাকাল। সড়কে এলোপাতাড়ি ভাবে রিক্সা, টমটম, পঙ্গিরাজ আটক থাকায় যানজটের অন্যতম কারণ হিসেবে মনে করছেন পথচারীরা। তা ছাড়া দীর্ঘ সময় নিয়ে ট্রাক আটক করে মালামাল লোড-আনলোড করায় স্কুলগামী ছাত্র-ছাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

গ্যানিংগঞ্জ বাজারের চারদিকে রয়েছে অনেক সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী হচ্ছে হাজার- হাজার। ছাত্র-ছাত্রীদের কষ্ট লাঘবে যানজটমুক্ত করতে সম্প্রতি ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের মাসিক আইন শৃংখলা কমিটির সভায় সর্বোচ্ছ গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্ত।

তা ছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগের নেতৃবৃন্দসহ শিক্ষক এবং গণমাধ্যমের কর্মীবৃন্দ। সে সভার বাস্তবায়ন চান শিক্ষার্থীসহ সাধারণ পথচারীগণ।

বিশেষ করে বাজারের পশ্চিম দিকে চৌরাস্তার মোড়ে রিক্সা,টমটম আটক থাকায় সাধারণ মানুষের চলাচল কঠিন হয়ে পড়েছে। তা ছাড়া এল আর হাইস্কুল সড়কের উপর ভাঙ্গারী ব্যবসা এবং টমটম-গ্যারেজের কাজ করায় শিক্ষার্থীরা অনেক কষ্টে যাতায়াত করছেন। সড়ক যানজটমুক্ত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও পথচারীগণ।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ