• Youtube
  • English Version
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:১৬ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

তাহিরপুর সীমান্তে ৯ কেজি গাঁজা আটক

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনাধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গাঁজাসহ আটক করেছে বিজিবি’র লাউরেরগড় বিওপি’র একটি টহল দল। কিন্তু এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি জানায়, শুক্রবার (২৫ অক্টোবর) ভোরে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের বিন্নাকুলি এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯ কেজি ভারতীয় গাঁজা আটক করা হয়, যার আনুমানিক মূল্য ৩১ হাজার ৫০০টাকা।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক মো. মাকসুদুল আলম জানান, আটককৃত ভারতীয় গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

নাম প্রকাশ না করার শর্তে সীমান্তের এক বাসিন্দা জানান, এখানকার চোরাচালানীরা পাসপোর্টের মাধ্যমে ভারতে গিয়ে বিভিন্ন জায়গা থেকে কম দামে গরু কিনে তাহিরপুর সীমান্তে ভারত অংশে নিয়ে আসে। সেখানে চুক্তিতে ভারতীয় নাগরিকদের নিয়োগ দেয় চোরাকারবারীরা। তারপর সময়-সুযোগ বুঝে গরুগুলো ভারতের সীমানার কাটাতার পার করে পাঠিয়ে দেয় বাংলাদেশ অংশে। কখনো দু’একটি ধরা পরে, আর অধিকাংশ বড় চালান অধরা থেকে যায়। সেই সঙ্গে চোরাচালানীরাও থেকে যাচ্ছে অধরা।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ