• Youtube
  • English Version
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:৪১ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাহুবলে সি.পি.বি কোম্পানীর পরিবেশ দূষণ বন্ধের দাবীতে মানববন্ধন

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ১২ অক্টোবর, ২০১৯

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বিহারীপুর গ্রামে স্থাপিত সি.পি.বি কোম্পানী লিমিটেড এর পরিবেশ দূষণ বন্ধের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শনিবার সকাল ১১ টায় বিহারীপুর-খোঁজারগাও যুব কল্যাণ পরিষদের উদ্যোগে কোম্পানীর গেইটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিহারীপুর-খোঁজারগাও যুব কল্যাণ পরিষদের সভাপতি মোঃ আজগর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান মিয়ার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মোঃ তাজুল ইসলাম দুলাল, সাবেক মহিলা ইউপি সদস্য আঙ্গুরা খাতুন, বঙ্গবন্ধু মানব কল্যাণ মহিলা পরিষদ বাহুবল উপজেলা শাখার সভাপতি মিনারা বেগম, রশিদ খা, হিরা মিয়া, ইদ্রিছ আলী, ছালেক মিয়া, সুজিত সরকার, চঞ্চল সরকার প্রমূখ। এতে প্রায় ২ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘কোম্পানীর মোরগের বিষ্ঠার প্রচন্ড দূর্গন্ধের কারনে দীর্ঘদিন ধরে এলাকার পরিবেশ দূষিত হয়ে আসছে। এতে জন সাধারণের মধ্যে দেখা দিয়েছে নানা রোগ-বালাই। ফলে কোম্পানীর চারপাশ এখন বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। অসহনীয় দূর্ভোগ ও চরম বিপাকে পড়েছেন এলাকাবাসী। বিষয়টির প্রতিকার চেয়ে ইতিমধ্যে জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। আমরা অতিদ্রুত এর প্রতিকার চাই’।

এ সময় বক্তারা আল্টিমেটাম দিয়ে আরও বলেন, ‘আগামী ২৪ ঘন্টার মধ্যে এর সুষ্টু সমাধান না হলে এলাকাবাসীকে সাথে নিয়ে কোম্পানী অবরোধসহ কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে’।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ