শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৬ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবক নিহত হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার কমলগঞ্জ সড়কের বিডিআর ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের বিডিআর ক্যাম্পের সামনে রাস্তা পার হচ্ছিলেন এক যুবক। এসময় কমলগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমা বেগম বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠান।