• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৩:৩৮ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জে ঐতিহ্যবাহী কুমারী পূজা

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ৬ অক্টোবর, ২০১৯
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ:
প্রতিবছর শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীতে হবিগঞ্জের রামকৃষ্ণ মিশনে পালিত হয়েছে ঐতিহ্যবাহী কুমারী পূজা। এবারও তার ব্যতিক্রম হয়নি। কুমারী পূজা উদযাপনের জন্য আগে থেকেই প্রস্তুত ছিলেন ভক্তবৃন্দ। আর তাই সকাল থেকেই রামকৃষ্ণ মিশনে ছিল দর্শনার্থী ও ভক্তবৃন্দের ভিড়।শঙ্খ, উলুধ্বনি আর কুমারী মায়ের স্তুবস্তুতির মধ্য দিয়ে শুরু হয় কুমারী পূজা।

রবিবার বেলা বাড়ার সাথে সাথেই দেখা যায় পূজা প্রাঙ্গনে উপচে পড়া ভীড়। সকাল ১০ ঘটিকায় শুরু হয় কুমারী পূজার মুল পর্ব। এবার কুমারী দেবী হিসেবে পূজিত হন ৮ বছর বয়েসী সৌমি মল্লিক। পুরাতন মুন্সেফি এলাকার সুমেন্দ নাথ মল্লিকের মেয়ে।

কুমারী পূজায় উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শিবাত্মানন্দজী ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জি, কে গউছসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। পূজা চলাকালীন পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ