• Youtube
  • English Version
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:৪০ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

নবীগঞ্জে গৃহবধূ হত্যা মামলার রায়: ৫ আসামী খালাস

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জে চাঞ্চল্যকর গৃহবধু আমিনা হত্যা মামলার রায় ১৬ বছর পর রায় দিয়েছে আদালত। এ রায়ে অভিযুক্ত ৫ আসামীকে বেখসুল খালাস প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম নাসিম রেজা এ রায় প্রকাশ করেন।

আসামীরা হল নবীগঞ্জ উপজেলার করগাও গ্রামের সুলেমান মিয়া, আলাল মিয়া, লিল মিয়া, মলাই চন্দ্র দাস ও সালেমান।
আসামী পক্ষের সিনিয়র আইনজীবি রুকসানা জামান চৌধুরী জানান, গত ২০০৩ সালের ৪ নভেম্বর একই গ্রামের মৃত হাজী আব্দুল করিমের কন্যা ও জৈতন গ্রামের ওয়াজিদ উল্লার স্ত্রী আমেনা বেগমকে কে বা কারা শ্বাসরোদ্ধ করে হত্যা করে।

এ ঘটনায় নিহতের ভাই আব্দুল কাইয়ুম বাদী হয়ে উল্লেখিতরাসহ আরও ২২ জনকে আসামী করে নবীগঞ্জ থানার একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ শুধু মাত্র ৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। পরে আদালত ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে এ রায় প্রদান করেন।

আসামী পক্ষের মামলা পরিচালনা করেন এডভোকেট খালিকুজ্জামান চৌধুরী এবং রাষ্ট্র পক্ষের ছিলেন সালেহ উদ্দিন আহমেদ। রায়ের সময় আসামীরা উপস্থিত ছিল।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ