করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শায়েস্তাগঞ্জে জমে উঠেছে ঈদ বাজার

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

শাহ মোস্তুফা কামাল, শায়েস্তাগঞ্জ থেকে: দোয়ারে কড়া নাড়ছে ঈদুল ফিতর। আর কয়েক দিনের মধ্যে মুসলমানরা মেতে উঠবেন আনন্দ-উৎসবে। তবে ঈদে নতুন পোশাক না হলে যেন আনন্দে ভাটা পড়ে। তাই সকলেরই প্রয়োজন নতুন কাপড়। এতে শেষ মুহুর্তে উপজেলার বিভিন্ন এলাকায় বাজারগুলোতে ভীড় করছেন নানা বয়সী ক্রেতা। এতে করে শেষ মুহুর্তে জমে উঠেছে ঈদ বাজার।

 

এদিকে, ব্যবসায়ীরা নতুন পোশাকে সাজিয়ে তুলছেন দোকানসহ বিভিন্ন শপিং মল। উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে ঈদের জামা কাপড় কিনতেে উপজেলা সদরে কাপড়ের দোকানে আসছেন নানা শ্রেণি পেশার মানুষ। যে কারণে দোকান ও শপিং মলে দেখা গেছে উপচে পড়া ভীড়।

 

 

শুক্রবার বিকেলে দাউদনগর বাজারে কে আলী প্লাজ, সিরাজ প্লাজ, ইসলাম কমপ্লেক্স, পৌর মার্কেট ও ফুটপাত ঘুরে দেখা যায়, ক্রেতাদের পদচারনায় মুখরিত দোকানগুলো। প্রতিটি মার্কেটের দোকানগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে পুরুষের চেয়ে নারী ক্রেতাদের সংখ্যা বেশি। রয়েছে অনেক শিশুও। নারী ক্রেতারা পছন্দের কাপড়টি ক্রয় করতে ছুটেন এক দোকান থেকে আরেক দোকানে। বিশেষ করে তরুণ-তরুণীদের ভীড় ছিল চোখে পড়ার মত। এবার ঈদে নারী ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে কাঞ্জিবরণ, মুসলিম জামদানী, অরগেঞ্জাসহ কয়েকটি শাড়ি। এসব শাড়ি ৫ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া এবার তরুণীদের পছন্দের তালিকায় রয়েছে সারারা, শায়রা, আলিয়াকাট ও পাকিস্তানী জামা। এসব জামা বিক্রি হচ্ছে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। আর শিশুদের পছন্দে রয়েছে আলিয়াকাট ও আগবান জামা। যা ১২শ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে আলিয়াকাট জামা এবার তরুণীদের প্রথম পছন্দের চাহিদা রয়েছে। শাড়ি, লুঙ্গি, থ্রিপিস, ওড়না, গজ কাপড়সহ কোনো কিছুরই কমতি নেই দোকানগুলোতে। এবার বাচ্চাদের ও নারীদের পোশাকে বৈচিত্র এসেছে বেশ। তরুণদের এবারও পছন্দের তালিকায় রয়েছে পাঞ্জাবি। পছন্দের পাঞ্জাবীটি ক্রয় বিভিন্ন দোকানে ঘুরছেন তরুনা। ম্যাগনেট ও বাম্পু পাঞ্জাবী এবার ঈদ বাজারে বিক্রি হচ্ছে বেশি। তাছাড়া বিভিন্ন দোকানে শার্ট, প্যান্ট ও টি শার্ট বিক্রি হচ্ছে। কাপড়ের সাথে তালমিলিয়ে এবার ঈদের বাজারে জুতার দোকানগুলোতে ভীড় দেখা যায়। গত বছরের তুলনায় জুতার দাম বেশি বলে জানিয়েছেন ক্রেতারা।

 

ক্রেতারা বলেন, এবার গতবারের চেয়ে দাম একটু বেশি। যে কারণে নতুন পোশাকটি ক্রয় করতে অনেককেই হিমশিম খেতে হচ্ছে।

 

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ