শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৭ অপরাহ্ন
করাঙ্গীনিউজ:
হবিগঞ্জ সদর উপজেলার চাঞ্চল্যকর আব্দুস ছোবহান হত্যা মামলার ৫ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ শনিবার বিকেলে র্যাব-৯ সিলেটের সহকারী পুলিশ সুপার মুশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা শায়েস্তাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে হবিগঞ্জ সদর উপজেলার বামকান্দি গ্রামের আব্দুস সোবহান হত্যা মামলার ৫ জন আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামিরা হলো— বামকান্দি গ্রামের মৃত আইন উল্লার ছেলে আব্দুল জলিল (৪০), মৃত ওয়াব উল্লার ছেলে স্বপন মিয়া (২৭), মৃত আবিদ উল্লার ছেলে মুরশেদ মিয়া (৩২), আনছব আলীর ছেলে আতাউর মিয়া (২২), আব্দুর রহমানের ছেলে আব্দুল হাই (৪০)।
গত ৭ মার্চ হবিগঞ্জ সদর উপজেলার উত্তর বামকান্দি বাজারে আসামিরা রফিক মিয়া নামে একজনকে মারপিট করে গুরুতর জখম করে। খবর পেয়ে আব্দুস ছোবহানসহ অন্যরা রফিক মিয়াকে বাঁচাতে এগিয়ে গেলে আসামিরা আব্দুস ছোবহানসহ অন্যদের ওপর হামলা করে।
পরে আশপাশের লোকজন ছোবহানকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আব্দুস ছোবহানের মামা বাদী হয়ে ৪৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০–৪৫ জনের নামে হবিগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে আসামিরা আত্মগোপনে চলে যায়।