বুধবার, ১৪ মে ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: ইংল্যান্ডে বসবাসরত শায়েস্তাগঞ্জবাসীর বৃহৎ সংগঠন ‘শায়েস্তাগঞ্জ সমিতি ইউ.কে’ এর উদ্যোগে ইফতার এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ মার্চ) লন্ডনস্থ একটি রেষ্টুরেন্টে এ ইফতার অনুষ্ঠিত হয়। ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এডভোকেট মীর গোলাম মোস্তুফা।
সাধারণ সম্পাদক আব্দুল আহাদ সুমনের পরিচালনায় বক্তব্য রাখেন- সৈয়দ মাহমুদুর রহমান ভুলু, গাজিউর রহমান গাজী, আব্দুস সালাম সবুজ, রকিব আহমেদ, জালাল আহমেদ, ব্যারিস্টার তারেক চৌধুরী, তৌহিদ চৌধুরী, ডাঃ জানে আলম সুজন সহ আরো অনেকেই।
সংগঠনের সভাপতি এডভোকেট মীর গোলাম মোস্তুফা বলেন, ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করতে ইংল্যান্ডের বিভিন্ন প্রান্তে থাকা শায়েস্তাগঞ্জ তথা এদঞ্চলের মানুষজন ছুটে আসেন লন্ডনে। ইফতারমুহুর্তে লন্ডনে যেনো এক খন্ড শায়েস্তাগঞ্জ ভেসে ওঠে।