শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মোটরসইকেলের ধাক্কায় ছালামত মিয়া (৭৫) নামের এক যৃদ্ধ নিহত হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) মঙ্গলবার রাতে কালাপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। ছালামত মিয়া শ্রীমঙ্গল উপজেলার লামুয়া গ্রামের মৃত মনু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, কালাপুর গ্যাস পাম্প সফর উল্লাহ মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দিলে ছালামত মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।