শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১২:০৩ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগান এলাকা থেকে দেশীয় চোলাইমদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে শ্রীমঙ্গল থানার এসআই রাকিবুল হাছান এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার ফুসকুড়ী চা বাগান এলাকা থেকে দেশীয় তৈরি চোলাই মদসহ মাদক কারবারি সুমন নায়েক (২৬) কে গ্রেপ্তার করা হয়।
এসময় গ্রেপ্তারকৃত সুমন নায়েকের হেফাজত থেকে ৬৬০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেন পুলিশ সদস্যরা।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় নিশ্চিত করে জানান, এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ রোববার দুপুরে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।