করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মৌলভীবাজারে আগুন লেগে ৪০ লক্ষাধিক টাকার ক্ষতি

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের সদর উপজেলার একটি বাড়িতে অগ্নিকান্ডে প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষতির খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা সদরের ১১নং মোস্তফাপুর ইউনিয়নের সুধাংশু বাবুর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রতিবেশীরা জানান, সন্ধ্যায় হঠাৎ সাদুর ঘরে একটি রুমে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। তবে ফায়ার সার্ভিস আসার আগেই প্রতিবেশীরা এগিয়ে আসলে সবার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসে। তার আগেই ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
প্রতিবেশীরা অভিযোগ করে বলেন, ফায়ার সার্ভিসে ফোন দিলে সরকারি নাম্বারটি বন্ধ পাওয়া যায়, এবং খবর দেওয়ার অনেক পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার যীশু তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ