করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে পেঁয়াজের বাজারে অভিযান, ২ প্রতিষ্টানকে জরিমানা

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে হঠাৎ করে ১০০টাকার পেঁয়াজ ১৮০ টাকা দরে বিক্রির অভিযোগে বাজার তদারকি ও অভিযানে নামে মৌলভীবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানের সময় বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে ২টি প্রতিষ্টানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শফিকুল ইসলাম এর নেতৃত্বে শ্রীমঙ্গল সেন্টাল
র‌্যব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি টিমের সহযোগিতায় চলা অভিযানে বিভিন্ন প্রতিষ্টানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে সেন্ট্রাল রোডে অবস্থিত মেসার্স পাল ভান্ডারকে ২০ হাজার টাকা এবং মেসার্স আমির ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণেয ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ