• Youtube
  • English Version
  • শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৭ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

এমপি পদে নির্বাচনের জন্য চেয়ারম্যান পদ ছাড়লেন মুশফিক

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

করাঙ্গীনিউজ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যানের পদ ছেড়েছেন ডা. মুশফিক হুসেন চৌধুরী।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ডা. মুশফিক পদত্যাগপত্র জমা দেন। মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সামছুল হক নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডা. মুশফিক হুসেন চৌধুরী নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যানের পদ ছেড়েছেন।

পদত্যাগপত্র গ্রহণ করে হবিগঞ্জ জেলা পরিষদের এক নম্বর ক্রমিকের প্যানেল চেয়ারম্যান সৈয়দ মো. শামীম আনোয়ারকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে ক্ষমতা দেওয়া হয়েছে।

জেলার নবীগঞ্জ ও বাহুবল উপজেলা নিয়ে হবিগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া আরও দুজন স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের একজন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সাবেক এমপি এমএ মুনিম চৌধুরী বাবু।

অন্যজন বর্তমান এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজের ছোট ভাই গাজী মোহাম্মদ শাহেদ।

এ আসনে মোট ৪ লাখ ৩০ হাজার ভোটারের মধ্যে ২ লাখ ১৩ হাজার ৭ জন নারী এবং পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ১৭ হাজার ৮৩।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ