বুধবার, ১৪ মে ২০২৫, ০৫:৫৯ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। শনিবার (২৫ নভেম্বর) সিলেট ও চট্টগ্রাম বিভাগের প্রার্থী মনোনয়নের মধ্য দিয়ে সব আসনের প্রার্থী চূড়ান্ত হয় ক্ষমতাসীন দলটির। এর আগে বৃহস্পতি ও শুক্রবার দু’দিনে চূড়ান্ত করা হয় অন্য ছয় বিভাগের প্রার্থীর নাম।
রবিবার (২৬ নভেম্বর) আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। বিকেল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়ে ৩০০ আসনের দলীয় প্রার্থী ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
হবিগঞ্জের ৪টি আসনের মনোনীত প্রার্থীরা হলেন-
হবিগঞ্জ-১ আসনে ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, হবিগঞ্জ-২ আসনে ময়েজ উদ্দিন শরিফ রুয়েল, হবিগঞ্জ-৩ আসনে মোঃ আবু জাহির, হবিগঞ্জ-৪ আসনে মোঃ মাহবুব আলী।