বুধবার, ১৪ মে ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে রাজধানীসহ উপকূলের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিধিলি’তে রূপ নিয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
শুক্রবার (১৭ নভেম্বর) ভোর রাত থেকে হবিগঞ্জে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র বৃষ্টিপাতের রূপ নিয়েছে।
এতে বিপাকে পড়েছে হবিগঞ্জ জেলাসহ উপজেলাবাসী।
শুক্রবার (১৭ নভেম্বর) সরকারি অফিস আদালত বন্ধ থাকায় জেলা শহরে লোকজন ছিল খুবই সীমিত।
এদিকে বৃষ্টির কারণে ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষেরা।
তবে খেটে খাওয়া মানুষরা বৃষ্টি থেকে বাঁচতে মাথার ওপরে কাপড় দিয়ে ডেকে গন্তব্যে গিয়েছে।
এদিকে দিনভর বৃষ্টিতে ভিজে ভোগান্তিতে পড়েছে রিকশা চালকরা।