বুধবার, ১৪ মে ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ ডেস্ক: বিদায় নিচ্ছেন মেয়র আরিফুল হক চৌধুরী। সিলেট সিটি করপোরেশনের মেয়রের চেয়ারে আজ বিকাল পর্যন্ত বসবেন তিনি।
এরপর আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করবেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর হাতে।
সিলেট সিটি করপোরেশন নির্বাচন শেষ হওয়ার চার মাস পর তিনি ক্ষমতা হস্তান্তর করছেন।
নিয়ম হচ্ছে; পুরাতন মেয়র ও তার পরিষদের মেয়াদ শেষ হওয়ার পর ক্ষমতা হস্তান্তর করতে হবে। এ কারণে ২১শে জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন শেষ হলেও মেয়র আরিফুল হক চৌধুরী চার মাস পর ক্ষমতা হস্তান্তর করছেন।
আগামীকাল থেকে সিলেট সিটি করপোরেশনের চেয়ারে বসবেন নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
মেয়র আরিফুল হক চৌধুরী এখন সিলেট বিএনপি’র শীর্ষ নেতাদের মধ্যে একজন। তিনি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য।