• Youtube
  • English Version
  • শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১০ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাহুবলের মহাসড়কে আগুনে পুড়ল হাইয়েছ গাড়ী!

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

এফ আর হারিছ, বাহুবল ( হবিগঞ্জ) থেকেঃ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ঢাকা সিলেট মহা সড়কের দ্বিগাম্বর বাজারে একটি হাইয়েছ গাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাত ৮.১০ টার দিকে সিলেট থেকে নরসিংদি গামী পিকনিক একটি যাত্রীবাহী হাইএক্স গাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এ সময় গাড়ির চালকসহ যাত্রীরা অক্ষত অবস্থায় গাড়ি থেকে বের হলেও গাড়িটি পুরোই পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষ দর্শীরা জানান, আগুন লাগার সাথে সাথেই স্থানীয় জনতা হবিগঞ্জ ফায়ার সার্ভিসে ফোন দিলে বাহুবল মডেল থানা পুলিশের সদস্যরা তাৎক্ষনিক ঘটনাস্থলে এলেও ফায়ার সার্ভিসের কর্মিরা প্রায় ৫০ মিনিট পর ঘটনাস্থলে আসে। এর মধ্যেই গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়।

কি কারনে গাড়িতে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও বলা যাচ্ছেনা। তবে ধারনা করা হচ্ছে, গ্যাস সিলিঞ্জার বিস্ফোরন হয়ে আগুনের সুত্রপাত হতে পারে। এ সময় এক ঘন্টা ঢাকা সিলেট মহা সড়ক বন্ধ ছিল। রাস্তার দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে ছিল। আগুন লাগার ৫০ মিনিট পর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসিলে পুটিজুরী পুলিশ ফাড়ির আইসি এস আই মোবারক হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মহা সড়কে যান চলাচল স্বাভাবিক করে দেন।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ