• Youtube
  • English Version
  • সোমবার, ১৫ এপ্রিল ২০২৪, ০৮:১৪ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

নবীগঞ্জে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে ব্যবসায়ী নিহত

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

নবীগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে পড়ে ব্যবসায়ী লোকমান মিয়া (৪০) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লোকমান মিয়া রোকনপুর গ্রামের মৃত সরাজ মিয়ার ছেলে এবং স্থানীয় রোকনপুর বাজারের ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে বাড়ির পাশের বুড়িনাও গ্রাম থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন লোকমান মিয়া। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। পথে ঢাকা-সিলেট মহাসড়কের রোকনপুর গ্রামে পৌঁছালে ঝড়ে ইউক্যালিপটাস প্রজাতির একটি বড় গাছ উপড়ে লোকমান মিয়ার মাথায় পড়ে।

স্থানীয়রা আরও জানান, গাছ পড়ে আহত হলে লোকমান মিয়াকে স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ