1. nafiz.hridoy285@gmail.com : Hridoy Fx : Hridoy Fx
  2. miahraju135@gmail.com : MD Raju : MD Raju
  3. koranginews24@gmail.com : সম্পাদক : সম্পাদক
লাখাইয়ে বেলশ্বরীর গঙ্গা স্নান ও বারণী রবিবার - করাঙ্গীনিউজ
  • Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০২:১১ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৪ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

লাখাইয়ে বেলশ্বরীর গঙ্গা স্নান ও বারণী রবিবার

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ১৮ মার্চ, ২০২৩
নিতেশ দেব  লাখাই ( হবিগঞ্জ) : লাখাই উপজেলায় বহমান  বেলেশ্বরী নদীতে সনাতন হিন্দুধর্মাবলম্বীদের শ্রীশ্রী বেলেশ্বরী মহাতীর্থ পুন্যস্নান ও বারণী আগামীকাল ।
রবিবার (১৯ মার্চ) ভোর ৬টা ২৫ মিনিট ৪৪ সেকেন্ড শুরু হয়ে রাত ৪ টা ৬মিনিট ৫০ সেকেন্ডে পর্যন্ত  গঙ্গা  স্নানের তিথি শেষ হবে।
পুন্য স্নানের জন্য জেলার বিভিন্ন অঞ্চলের পাশা পাশি দেশের বিভিন্ন স্থান ততা দুরদুরান্ত থেকে পুন্যর্থীদের ঢল নামে ভোর থেকে এবং স্নান উৎসব চলবে বিকাল পর্যন্ত।
বিপুল সংখ্যক পুনর্থীদের পদচারনায় বেলশ্বরী  তীরে মন্দিরে জুড়ে  উপচে পড়া ভীর থাকে। পার্শ্ববর্তী মাঠগুলোতে দেখা দেয় মেলার পরিবেশ।
মেলায় মাটির ও লোহার তৈয়ারী তেজষ পত্রের থাকে বিপুল সমাহার। তবে প্রচুর পরিমানে বেল পাওয়া যায় বেলেশ্বরীর বারণীতে।
শ্রী শ্রী বেলেশ্বরী গঙ্গা মন্দিরের পরিচালনা কমিটির
সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব ( অমল) জানান, বেলশ্বরীর গঙ্গাস্নান সুষ্ঠু ও সুন্দর ভাবে পালনের জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করছেন।
ওই কমিটির  সভাপতি মানিক চন্দ্র দেব বলেন, পুন্য গঙ্গা  স্নান উদযাপনের লক্ষে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন কাজ শেষ পর্যায়।পর্যাপ্ত পরিমানে বেলশ্বরী নদীতে পানি রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
x