• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫:৩০ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে ৬২০ জন শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা প্রদান

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান হোটেল এন্ড টি রিসোর্টের চেয়ারম্যান খাজা টিপু সুলতান পরিচালিত খাঁজা মোজ্জাম্মেল হক (র:) ফাউন্ডেশনের উদ্যোগে দেশের ১১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬২০ জন শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দেয়া হয়েছে।
গত (২রা ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার সোহাগপুর আলহাজ্ব সিদ্দিক উচ্চ  বিদ্যালয় প্রাঙ্গনে উৎসবমূখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাঁজা মোজ্জাম্মেল হক (র:) ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান।
ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় সমন্বয়ক ও শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান হোটেল এন্ড টি রিসোর্টের ব্যবস্থাপক আরমান খান জানান, খাঁজা মোজ্জাম্মেল হক (র:) ফাউন্ডেশন দীর্ঘ দিন ধরে মানব কল্যাণে কাজ করে আসছে। শিক্ষা বৃত্তি তারই একটি অংশমাত্র। তিনি জানান, বছর বছর  বিশাল আকারের এ বৃত্তি প্রদানের ফলে গুনগত শিক্ষা গ্রহনে উৎসাহিত হচ্ছে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
তিনি জানান, খাঁজা মোজ্জাম্মেল হক (র:) ফাউন্ডেশনের কার্যক্রম এখন শুধু সিরাজগঞ্জেই স্থিমিত  নয়, এর বিস্তার ঘটেছে শ্রীমঙ্গলতথা সিলেট বিভাগেও।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ