শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০২:২৭ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেসরকারী সংস্থা হীড বাংলাদেশ এর উদ্যোগে দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে শ্রীমঙ্গলস্থ হীড বাংলাদেশ এর কার্যালয়ে পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় ও হীড বাংলাদেশের বাস্তবায়নে অসহায় ও অতি দরিদ্র ১ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে হীড বাংলাদেশ এর অপারেশন পরিচালক ডা: সবির খিয়াং বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হীড বাংলাদেশের এডমিন ম্যানেজার আব্দুছ ছালাম, হীড বাংলাদেশের সিলেট-১ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক তপন সাহা, হীড বাংলাদেশের সিলেট-২ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. দীন ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর। হীড বাংলাদেশ শ্রীমঙ্গল কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর তারা সারা দেশে ১০ হাজার অসহায় ও অতি দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করবেন।
এরমধ্যে দেশের অত্যন্ত শীত পবন এলাকা শুধু শ্রীমঙ্গলেই এক হাজার মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছেন। এছাড়াও হীড বাংলাদেশ চিকিৎসা, স্বাস্থ্য, আবাসনসহ বিভিন্ন খাতে অসহায় মানুষদের সহায়তা করে আসছে।