রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩, ১২:০৭ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে গাছের ডালের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় জুয়েল মিয়া (২৬) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে মাধবপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের কলেজ পাড়া এলাকার বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবক উপজেলার কলেজ পাড়া এলাকার আইয়ূব আলীর ছেলে।
সকালে বাড়ীর পাশে গাছ বাগানের বড় একটি গাছের ডালের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে থাকে জুয়েল। স্থানীয় লোকজন থানায় খবর দিলে থানার ওসি তদন্ত আতিকুর ইসলাম ও এসআই রঞ্জন ভৌমিক ঘটনা স্থানে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
খবর পেয়ে মাধবপুর চুনারুঘাট সার্কেলের এএসপি নির্মলেন্দু চক্রবর্তী ও পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।