• Youtube
  • English Version
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:২৭ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বানিয়াচংয়ে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের বানিয়াচং উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১১ ঘটিকার সময় বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান।

সভাপতির বক্তব্যে সাংসদ আব্দুল মজিদ খান চলমান হাসপাতাল বেষ্টিত সীমানা প্রাচীর নির্মাণ কাজ দ্রুত শেষ করতে কাজের ঠিকাদারসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেছেন।

তিনি আরো বলেন বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়নের লোকজনের স্বাস্থ্য সেবার লক্ষ্য নিয়েই বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্মান করা হয়েছে। তাই ডাক্তার, নার্সসহ সকলকে আন্তরিকতার সাথে হাসপাতালে আসা রোগীদের সেবা দিতে হবে।

এছাড়া সভায় হাসাপাতালের জন্য দ্রুত ল্যাব চালু করতে টেকনিশিয়ান নিয়োগ দেয়াসহ বিভিন্ন গুরুত্ব পূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডাঃ শামীমা আক্তারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য এস এম খোকন, ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন, আওয়ামীলীগ নেতা তজম্মুল হক চৌধুরী, ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ মুত্তাকিন বিশ্বাস, কাজল চ্যাটার্জি, পরিবার পরিকল্পনা কর্মকর্তা একেএম আব্দুল হাদি, ডাঃ মোঃ নাসিম ভূইয়া, এনজিও প্রতিনিধি কিশোর মিশ্র, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মখলিছুর রহমান প্রমুখ। সভা শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের নিয়ে ফিতা কেটে স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত এনসিডি কর্ণারের শুভ উদ্বোধন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ