রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩, ১১:০৩ পূর্বাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তিনজনকে রামদা দিয়ে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ইনাতাবাদ গ্রামের আতিক উল্লার ছেলে মোঃ আব্দুর রেজ্জাক ও একই গ্রামের ইজাবত উল্লার ছেলে মোঃ আব্দুল হেকিমের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে কথা কাটাকাটি শুরু হয়।
এ সময় আব্দুল হেকিম ও তার লোকজন রামদা দিয়ে কুপিয়ে আব্দুর রেজ্জাক(৬০), তার ছেলে ফয়সল মিয়া (২৫) ও নাজমা আক্তার(২২) কে আহত করে।
আহত আব্দুর রেজ্জাক,ফয়সল মিয়া ও নাজমা আক্তারকে চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।